বিসমিল্লাহির রাহমানির রাহিম!

সমস্ত প্রশংসা পরম করুনাময় আল্লাহর জন্য, যার নির্দেশ হলো ”পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। লক্ষ কোটি দুরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মাদ সাঃ এর উপর। তিনি বলেন প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। তাই শিক্ষার গুরুত্ব অনুধাবন করে দেশের প্রতিটি গ্রাম কিংবা শহরে সর্বত্র ছড়িয়ে আছে হাজার হাজার স্কুল ও মাদরাসা। কিন্তু কাঠামোগত দূর্বলতা ও নিয়মানুবর্তিতার অভাবে অধিকাংশ স্কুল এবং মাদরাসায় শিক্ষাদান যুগের চাহিদা পূরণ করতে পরিপূর্ণ সক্ষম নয়। তাই প্রয়োজন স্কুল ও মাদরাসার সমন্বয়ে শিক্ষাব্যবস্থা চালু করা, যার মাধ্যমে একজন শিক্ষার্থীর জ্ঞান বিকাশের পথ হবে উন্মুক্ত, চরিত্র হবে সুন্দর, পরকালে জবাবদিহীতার ভয় অন্তরে থাকবে সদা জাগ্রত। আর এই লক্ষ্যকে সামনে রেখে মাদরাসা ও স্কুলের সমন্বয়ে আরবি ও ইংরেজিতে সমান পারদর্শী করে তুলতে এবং প্লে থেকে ৫ম শ্রেণি পাস করার পাশাপাশি অর্থসহ তিন ভাষায় হিফজুল কোরআন সমপন্ন করতে পারবে। তাই তারা হতে পারবে আধুনিক ডিগ্রীধারী এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে উচ্চ পদস্থ কর্মকর্তা তখন জাতি পাবে সৎ ও যোগ্য নাগরিক এবং সমাজের কর্ণধার। সম্মানিত অভিভাবকদের সহযোগিতা আমাদের নিয়ে যাবে কাঙ্খিত লক্ষ্যে। আল্লাহ তায়ালা দীর্ঘদিনের স্বপ্ন ও প্ররিশ্রমের ফসল এই প্রতিষ্ঠানসমূহকে কবুল করুন। আমীন।

লক্ষ্য ও উদ্দেশ্য:-
আল্লাহর সন্তুষ্টি ও রাসুল (সাঃ) এর আদর্শ বাস্তবায়ন করে করে কোরআনের খেদমতই যার একমাত্র উদ্দেশ্য। ইসলামি শিক্ষাকে আধুনিকরণ নয়, বরণ আধুনিক শিক্ষাকে ইসলামি করণই আমাদের লক্ষ্য। স্কুল/মাদরাসার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থায় প্রতিটি মুসলিম শিশুর প্রাথমিক শিক্ষা সম্পন্ন করা থ্রি ল্যাঙ্গুয়েজ কোরআন হিফজ সমাপনীর মাধ্যমে।

মাওলানা মুফতি মোঃ মোশতাক আহমাদ
                        প্রিন্সিপাল
খাদিমুল কোরআন ইন্টাঃ মাদ্রাসা এন্ড স্কুল